ডেস্ক রিপোর্ট

২ এপ্রিল ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ

রমজানের চাঁদ দেখা গেছে, রবিবার থেকে রোজা শুরু

আপডেট টাইম : এপ্রিল ২, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দেশের আকাশে শনিবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ রবিবার থেকে মাসব্যাপী রোজা রাখা শুরু করবেন।

এ ছাড়া, রমজানের চাঁদ দেখার সাপেক্ষে আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মকর্তা ও জাতীয় চাঁদ দেখা কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

শেয়ার করুন