ডেস্ক রিপোর্ট

২৩ আগস্ট ২০২৪, ১১:০২ অপরাহ্ণ

মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে বাসদ এর ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট টাইম : আগস্ট ২৩, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজারের রাজনগরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় রাজনগরের মডেল মসজিদ আশ্রয় শিবির,লঙ্গরপুর এলাকায় ২ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, মৌলভীবাজার বাসদ আহ্বায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, ছাত্র ফ্রন্ট জেলা আহ্বায়ক বিশ্বজিৎ নন্দী,জুবেল আহমদ ,সৃজন আহমদ প্রমূখ।

ত্রাণ বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, ভারতের কখনো একতরফা পানি প্রত্যাহার ও কখনো আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ এক প্রচণ্ড পানি রাজনীতির শিকারে পরিণত হয়েছে। একদিকে বৃষ্টি অন্যদিকে ভারত থেকে আসা পানির ঢলে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ সরকার ও দেশবাসী কে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোরআহ্বান জানান।

শেয়ার করুন