ডেস্ক রিপোর্ট
৬ জুন ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক এসএসসি ২০২৪ সালে উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ জুন ২০২৪ সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধুরি মজুমদার, কলাম্বিয়া স্কুলের নির্বাহী প্রধান মহেন্দ্র কুমার বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, অভিভাবক সীমা সাহা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাল্গুনী বৃষ্টি, অনুজয় দাস প্রত্যয়, আনুশেহ অন্বিতা আতিক হাসান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের কে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সংবর্ধনা সনদ প্রদান করা হয়।