ডেস্ক রিপোর্ট
৩ নভেম্বর ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: মেট্রোরেলে সাধারণ মানুষের জন্য ভাড়া কমানো ও শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ফ্রন্ট সভাপতি মুক্তা বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহম্মেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস প্রমুখ।
ছাত্রনেতারা বলেন, মেট্রোরেলের যে সুফলের কথা বলা হয়েছিল, তা এখন রীতিমতো দুর্ভোগে পরিণত হয়েছে। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তাতে গণপরিবহনটি এখন ধনিক শ্রেণির বিলাসী বাহন। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ভাড়ার পরিমাণ ভারতের কলকাতার থেকেও প্রায় চার গুণ বেশি।
মুক্তা বাড়ৈ বলেন, মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিকে উপেক্ষা করা হচ্ছে। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ১০০ টাকা ভাড়া। এতে নিয়মিত যাতায়াতে যে কাউকে মাসে গুনতে হবে ৬ হাজার টাকা, যা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। ভাড়া না কমালে বড় পরিসরে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।