ডেস্ক রিপোর্ট

৯ ডিসেম্বর ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ

বেগম রোকেয়া দিবসে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ডিসেম্বর ৯, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় বিকাল ৪ টায় সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার সভাপতি জোবাইর বীনা। সাধারণ সম্পাদক সুপ্রীতি বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ, চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য আহমদ জসীম। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন।

সভায় বক্তারা বলেন বেগম রোকেয়া ছিলেন ভারতবর্ষে নারী জাগরণের অগ্রদূত। যে সময়ে রোকেয়া জন্মেছিলেন সে সময়ে নারী সমাজের অবস্থা ছিল খুবই সূচনীয় পর্যায়ে। সমাজের অবহেলিত নারীসমাজের অবর্ণনীয় দুর্গতির বাস্তব চিত্র উপস্থিত করে বৈজ্ঞানিক যুক্তিবাদ হাজির করে, ঐতিহাসিক নজির তুলে ধরে, উন্নত জীবনের স্বপ্ন সামনে এনে, উঁচু স্তরের রুচি ও মূল্যবোধের আবেদন দিয়ে, বিবেকের কষাঘাতে নারীমুক্তির যে আকুতি বেগম রোকেয়া তাঁর সাহিত্যকর্ম ও জীবনসংগ্রামের মধ্যে রেখে গেছেন, সেখানে তিনি অনন্য ও বিশিষ্ট। কিন্তু সাম্প্রতিক নারী নির্যাতন ও বৈষম্যের ক্রমবর্ধমান চিত্র পরিষ্কারভাবে আমাদের দেখিয়ে দেয় রোকেয়ার জীবন সংগ্রাম এবং চিন্তা, শিক্ষা ও সাহিত্যকর্ম থেকে আমরা কত দূরত্বে অবস্থান করছি। পথে-ঘাটে, ঘরে-বাইরে নারীর উপর সহিংসতা, লাঞ্ছনা, অপমানের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাই বেগম রোকেয়ার সংগ্রামী জীবনের ইতিহাস শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বক্ষেত্রে তুলে ধরতে হবে।

শেয়ার করুন