ডেস্ক রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বিরোধী দলের সভা-সমাবেশে হামলা, মামলা, নেতাদের বিরুদ্ধে মামলা, স্যাবোটাজ বন্ধ, সরকার পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবিতে রংপুরে বাম গণতান্ত্রিক জোট এর মিছিল ও সমাবেশ।
আজ সোমবার (৩০ অক্টোবর) বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার উদ্যোগে বিকাল ৪ঃ০০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পায়রা চত্তরে সমাবেশ করে।
বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার নেতা, বাসদ(মার্কসবাদী), রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সিপিবি রংপুর জেলার সাধারন সম্পাদক রাতুজ্জামান রাতুল, বাসদের সদস্যসচিব মমিনুল ইসলাম প্রমূখ।