ডেস্ক রিপোর্ট
১১ জুন ২০২৪, ১১:২৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার নবনির্বাচিত কমিটির বরণ অনুষ্ঠান আজ বিকাল ৫ টায় সংগঠনের ২ নং রেল গেইটস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সভাপতি নাছিমা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, এবিসি ইন্টারন্যাশনালের সিনিয়র শিক্ষক নিগার সুলতানা পলি, কেন্দ্রীয় উপদেষ্টা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা
বাড়ৈ, উপদেষ্টা সুলতানা আক্তার, বিজ্ঞান মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিজ্ঞান আন্দোলন মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি অরণ্য, সাংগঠনিক সম্পাদক জুয়েনা উপমা ।
নেতৃবৃন্দ বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব ক্রমান্বয়ে কমে আসছে। স্কুলের নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষার পরিধি কমিয়ে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান গবেষণায় নামমাত্র বরাদ্দ দেয়া হয়। শহরে কিছু স্কুল-কলেজে বিজ্ঞানাগার থাকলেও গ্রামে মফস্বলে বিজ্ঞানাগার নেই। যেখানে বিজ্ঞানাগারে আছে সেখানেও বিজ্ঞান প্রাকটিক্যাল নামমাত্র হয়। এবিষয়ে সরকারের কোন দৃষ্টি নেই। ফলে সমাজব্যাপী শিক্ষিত-অশিক্ষিত সবার মধ্যে কুসংস্কার, অন্ধতা, কূপম-কতা বেড়েই চলেছে।
আধুনিক সমাজ বিকাশে এটা বড় রকমের বাঁধা। সমাজে কুসংস্কার, অন্ধতা, কূপমন্ডুকতা মুক্ত করতে ছাত্র যুবসমাজে বিজ্ঞান ও যুক্তিবাদ চর্চা গুরুত্ব অপরিসীম। বিজ্ঞান আন্দোলন মঞ্চ সমাজব্যাপী বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার লক্ষ্যে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।