ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ

বিএনপির সমাবেশে বাধা দেওয়ায় বাসদের নিন্দা

আপডেট টাইম : অক্টোবর ২৮, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বিএনপির সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের কর্মী কর্তৃক হামলা ও সমাবেশ পণ্ডু করে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ।

শনিবার (২৮ অক্টোবর) বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন,এই মহাসমাবেশ অনুষ্ঠানের কথা বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছিল বিএনপি। তল্লাশির নামে সমাবেশে আসার পথে নানা প্রতিবন্ধকতা তৈরি, গ্রেপ্তার, সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে তালবাহানা এবং অনুমতি দেওয়ার পরেও সমাবেশে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া ন্যক্কারজনক ঘটনা।

তিনি বলেন, এই হামলা সরকারের চরম ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ। সরকারের এই হামলা মামলা গ্রেপ্তারের ফলে দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গভীর সংকটের মুখে পড়বে।

শেয়ার করুন