ডেস্ক রিপোর্ট
৪ নভেম্বর ২০২৩, ১:৩২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: সরকারবিরোধী বিএনপির আন্দোলন ব্যর্থ প্রমাণিত হয়েছে দাবি করে বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। বিএনপিও একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু হরতাল, অবরোধের নামে জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করার অধিকার কারও নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। রাজনৈতিক সংকট সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়া দেশের জন্য সুফল বয়ে আনবে না। ইতোমধ্যে বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতাল-অবরোধ দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। শুক্রবার সাম্যবাদী দল মিরসরাই উপজেলা শাখার কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
দিলীপ বড়ুয়া বলেন, আন্দোলনে শুধু সমর্থক থাকলে হবে না। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হয়তো প্রচুর সমর্থক ছিল। কিন্তু বিএনপি নেতাদের অদূরদর্শিতার কারণে মহাসমাবেশের ফসল ঘরে তুলতে ব্যর্থ হয়েছে। আন্দোলন করে কেউ ক্ষমতায় যেতে পারে না। সরকার উৎখাত করার মতো শক্তিও বিরোধী দলগুলোর নেই। তাই আন্দোলন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে দিলীপ বড়ুয়া বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে আছে। সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় সাম্যবাদী দলের নেতা বিজয় বড়ুয়া, দীর্ঘতম বড়ুয়া, মিরসরাই সাম্যবাদী দলের যুগ্ম আহ্বায়ক রণজিত বড়ুয়া, শ্রমিক নেতা জনি বড়ুয়া, চিরনজিত বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।