ডেস্ক রিপোর্ট

২৭ জুলাই ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ

বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলার সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে ঢাকায় মিছিল

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা পার্টির সমন্বয়ক কমরেড আলাল মিয়ার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার নিন্দা ও বিচার দাবীতে ঢাকার পল্টন মোড়ে মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসদ রানার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য, সীমা দত্ত, রাজু আহমেদ ও রাশেদ শাহরিয়ার।

সমাবেশে নেতারা বলেন, কমরেড আলাল মিয়া সন্ধানী লাইফ ইন্সরেন্সের গ্রাহকদের পাওনা পরিশোধের ন্যায্য আন্দোলনের নেতত্বে ছিলেন। গত ২৬ জুলাই বুধবার আন্দোলন থেকে ফেরার পথে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের মদদপুষ্ট আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কমরেড আলাল মিয়া ও দলের আরেক সংগঠক সোহরাব হাসান গুরুতর আহত হন।

বক্তারা বলেন, কমরেড আলাল মিয়া দীর্ঘদিন ধরে জনগণের ন্যায্য আন্দোলোনে সবসময় তাদের পাশে থেকেছেন। স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে তিনি রাস্তা মেরামতের আন্দোলন, স্থানীয় সিণ্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন, জিনিসপত্রের দাম বৃদ্ধির আন্দোলনসহ জনগণের জলন্ত সমস্যাগুলো নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তোলেন। এজন্য স্থানীয় ক্ষমতাসীন আওয়ামী লীগ, যবলীগ ও ছাত্রলীগের চক্ষুশূলে পরিণত হন। সন্ধানী লাইফ ইন্সুরেন্সের গ্রাহকদের যখন ঠকানো হয় তখন তিনি তার বিরুদ্ধে আন্দোলোন গড়ে তোলেন। ভুক্তভোগী মানুষদের ভয় দেখানোর জন্য ও আন্দোলনকে থামিয়ে দেয়ার জন্য এই হামলা করা হয়েছে।

কমরেড মাসদ রানা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান। সমাবেশ শেষে একটি মিছিল অনষ্ঠিত হয়।

শেয়ার করুন