ডেস্ক রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৩, ১০:১৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ গাবতলী উপজেলা শাখার উদ্যোগে আজ:২৭ অক্টোবর’২৩ তারিখ বিকাল:৪:০০টায় গাবতলী উপজেলার উজগ্রামে কমরেড মিলন এর স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন বাসদ উজগ্রাম-কাগইল অঞ্চল কমিটির সভাপতি বাসদ নেতা আমিনুল ইসলাম, বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহŸায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক, বাসদ গাবতলী উপজেলা সভাপতি কৃষক নেতা শহিদুল ইসলাম, ধনঞ্জয় বর্মন প্রমূখ নেতৃবৃন্দ ।
অন্যন্য নেতৃবৃন্দ বলেন, কমরেড মিলন ছিল আমাদের পার্টির জন্য নিবেদিত প্রাণ আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ পার্টিকে উজগ্রাম-কাগইল অঞ্চলে গড়ে তুলতে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। সারা বাংলাদেশের জনগণ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বুর্জোয়া লুটেরা গোষ্টী সাম্রাজ্যবাদী শক্তিকে সন্তুষ্ট করে ক্ষমতাকেন্দ্রীক কামড়াকামড়িতে ব্যস্ত অথচ জনজীবনের সংকট আকাশচুম্বি, চাল-ডাল- চিনি- আলু -পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। আর একদল সম্পদের পাহাড় গড়ে তুলছে। ১৯৭১ সালের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের বাংলাদেশ, বিজয়ের বাংলাদেশ আজ দুঃস্বপ্নের বাংলাদেশে পরিণত হয়েছে। সরকার যদি ঘুষ, দুনীতি, লুটপাট বন্ধ করতো তাহলে সার কারখানা বন্ধ করতে এবং সারের দাম বৃদ্ধি করবার প্রয়োজন হত না। চাল, ডাল, তেল, নুন, পেয়াজ, চিনি, ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়েই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রনে সরকার শুধু ব্যার্থই নয় বরং পৃষ্ঠপোষকতা করছেন। ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখাসহ বিভিন্ন গ্রামীন প্রকল্পে দুর্নীতি ও দলীয়করনের মাধ্যমে এই প্রকল্পের সুফল গ্রামীন দরিদ্র জনগোষ্ঠি পাচ্ছে না।
ফলে নেতৃবৃন্দ এই সংকট নিরসনে কমরেড মিলন যে আর্দশের লড়াই সংগ্রম করেছে তার পতাকা তলে ঐক্যবদ্ধ হইয়া লড়াই সংগ্রামের মাধ্যমে কমরেড মিলনকে শ্রদ্ধা জানানোর আহŸান জানান।