ডেস্ক রিপোর্ট

৬ নভেম্বর ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ

বাসদ এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা

আপডেট টাইম : নভেম্বর ৬, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৬তম বার্ষিকী উপলক্ষে আজ ৬ নভেম্বর ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ শ্রমজীবী মানুষসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

১৯১৭ সালের ৭ নভেম্বর মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব মানবজাতির ইতিহাসে এক স্মরণীয় ঘটনা। শ্রমিকশ্রেণির রাষ্ট্র গঠন এবং শোষণমুক্ত সমাজ গঠনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপায়িত হওয়ার প্রথম পদক্ষেপ ছিল এই বিপ্লব। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের দৃষ্টান্তকে স্মরণ করে বাংলাদেশের শোষিত জনগনের মুক্তির লক্ষ্যে ১৯৮০ সালের ৭ নভেম্বর আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সমাজ বদলের সংগ্রামে বাসদ ভূমিকা পালন করে চলেছে।

বিবৃতিতে কমরেড ফিরোজ যথাযোগ্য মার্যাদায় দলের প্রত্যেক শাখা সংগঠনকে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী চলমান সংগ্রাম এবং সমাজবদলের সংগ্রামকে এগিয়ে নেয়ার জন্য দলের নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি:
আগামীকাল ৭ নভেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন।
১০ নভেম্বর বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন