ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ

বাম জোট চট্টগ্রাম জেলার নতুন সমন্বয়ক বাসদের আল কাদেরী জয়

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ কমরেড আল কাদেরী জয়। আগামী ৩মাস তিনি এই দায়িত্ব পালন করবেন।

গতকাল (২নভেম্বর) নগরীর হাজারি গলিস্থ অস্থায়ী কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের এক সভায় উক্ত সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ। উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা,বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়,সিপিবি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ফরিদুল ইসলামসহ বাম গণতান্ত্রিক জোটের অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, “এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিন যাপন করছে দেশের মানুষ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের একগুঁয়েমি ও স্বেচ্ছাচারিতা এক রাজনৈতিক সংঘাতের দিকে দেশকে নিয়ে যাচ্ছে।অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি উপেক্ষা করে সরকার একদলীয় ফ্যাসিবাদী শাসনকে আরো পাকাপোক্ত করছে।বিরোধী দলীয় রাজনৈতিক কর্মসূচিতে হামলা,গ্রেফতার ও সমাবেশ পন্ডের অপচেষ্টা বিভিন্ন সহিংস ঘটনা ও সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে। একদিকে বাকস্বাধীনতা রুদ্ধ করতে সরকার দলীয় সংগঠনগুলোর সাথে প্রশাসনিক শক্তি প্রদর্শন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ক্রমবর্ধমান এই সংকটের ফলে জনগণের সার্বিক অসহায়ত্ব প্রকট হয়ে উঠছে।দূর্নীতি, লুটপাট,টাকা পাচারের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে দেশকে।এরই মধ্যে গাজীপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনে দুইজন গার্মেন্টস শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারি দলের নেতাকর্মীদের শ্রমিক আন্দোলন দমনের কাজে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে। এগুলো সবই সংবিধান ও আইনের শাসন পরিপন্থী অথচ সরকার কথায় কথায় সংবিধান রক্ষার মিথ্যা ফুলঝারি ছড়াচ্ছে।

অব্যাহত জ্বালানি তেল,দ্রব্যমূল্য,পরিবহন ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন হতদরিদ্রতায় পর্যবসিত হয়েছে। এমন অবস্থায় আগামী সংসদ নির্বাচনকে নিয়ে নানা কৌশলের আশ্রয় নিয়েছে সরকার।

।বিদ্যমান নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন এবং কালো টাকা, পেশিশক্তি,ধর্মের অপব্যবহারমুক্ত সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচন ও তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আন্দোলন পরিচালনা করছে। ”

এই সভা থেকে আগামী ৪ নভেম্বর বিকাল ৪টায় পুরাতন রেলস্টেশন চত্বরে শ্রমিক-সাংবাদিক হত্যা,বিরোধী দলের সমাবেশে হামলা,নির্যাতন ও সভা সমাবেশ পণ্ড করার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ,তদারকি সরকার গঠনের দাবিতে জেলা শাখার সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

শেয়ার করুন