ডেস্ক রিপোর্ট

২৮ আগস্ট ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ

বাম গণতান্ত্রিক জোটের সাথে গণসংগঠন সমূহের মতবিনিময় সভা

আপডেট টাইম : আগস্ট ২৮, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের উচ্ছেদ করে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নিবার্চনসহ ১০ দফা দাবিনামার ভিত্তিতে আগামী ১৫ সেপ্টেম্বর’২৩ কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।

আজ ২৮ আগস্ট ২০২৩ সোমবার মুক্তি ভবনের “মৈত্রী মিলনায়তনে” বাম গণতান্ত্রিক জোটের সাথে বিভিন্ন গণসংগঠনের এক মতবিনিময় সভায় এই আহবান জানানো হয়।

আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের উচ্ছেদ, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নিবার্চন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুনীর্তিবাজ, টাকা পাচারকারী ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর’২৩ জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক এবং বাসদ (মার্কসবাদী)এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

শেয়ার করুন