ডেস্ক রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেশন অব রেভ্যুলিউশনারী পার্টিজ (ICOR)-এর ওয়ার্লড কনফারেন্স এবং কমরেড লেনিনের ১০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ICOR আয়োজিত লেনিন সেমিনার ‘Lenin’s teachings are alive’-এ যোগ দিতে গতকাল ৮ সেপ্টেম্বর ২০২৪ রাতে জার্মানী যাত্রা করেছেন।
তিনি ৯-১১ সেপ্টেম্বর ICOR world conference এবং ১৩-১৫ সেপ্টেম্বর ৮টি প্রতিপাদ্যের উপর অনুষ্ঠিত লেনিন সেমিনারে অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি জার্মানী ও ফ্রান্সে প্রবাসী বাসদ সমর্থক এবং প্রবাসী বংলাদেশীদের সাথে বিভিন্ন মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন।