ডেস্ক রিপোর্ট
৪ এপ্রিল ২০২২, ৩:০৩ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডার ডেলিভারি ম্যানসহ মোবাইল ফোন ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানাপুলিশ। এসময় তাদের দেয়া তথ্যমতে ২টি আইফোন, ১টি ভিভো, ১টি পুরাতন এ্যাপাচি লাল রঙের মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ আইফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৪ এপ্রিল ২০২২) দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হল, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মহানগর এলাকার মোকলেচুর রহমানের ছেলে বর্তমানে বগুড়া শহরের জামিলনগর দক্ষিণপাড়া এলাকার ভাড়াবাসার বাসিন্দা ফুডপান্ডার ডেলিভারি ম্যান নূর কবির শাকিল (২৪), বগুড়া জেলার শাজাহানপুর থানার জগন্নাতপুর গ্রামের বিল্লালের ছেলে মোঃ স্বাধীন (২০) ও একই এলাকার সাকী আব্বাসীর ছেলে মোঃ সাদী আব্বাসী (২০)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম জানান, বেশ কিছুদিন যাবৎ শাজাহানপুর থানাধীন রানীরহাট ও শাকপালাসহ শাজাহানপুর থানার বিভিন্ন জায়গায় একটি চক্র ফুড পান্ডার কাস্টমার সেজে এবং অনলাইনে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রির কথা বলে বিভিন্ন মানুষকে পৃথক পৃথক স্থানে ডেকে এনে তাদের নিকট হতে স্মার্টফোন ছিনিয়ে নেয় এমন তথ্য পাওয়া যাচ্ছিল। উক্ত তথ্যর ভিত্তিতে অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দায় চৌধুরী বিপিএম ও বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামের নির্দেশনায় এবং শাজাহানপুর থানা পুলিশ তৎপর ছিল। এদিকে ছিনতাইকারী চক্রের সদস্যদেরকে গ্রেফতারের জন্য শাজাহানপুর থানা পুলিশ ও কৈগাড়ী পুলিশ ফাঁড়ি তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রোববার (৩ এপ্রিল) রাত সোয়া ১০টায় শাজাহানপুর থানার আশেকপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এলাকায় অভিযান চালায় অভিযানে মোবাইল চোর ও ছিনতাই চক্রের তিন জন সদস্যদের গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে তাদেরকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে নূর কবীর শাকিলের জামিল নগর দক্ষিণপাড়ার ভাড়াবাসা হতে ১টি ফুড পান্ডার ডেলিভারী ব্যাগের ভিতর হতে চোরাই ও ছিনতাইকৃত ৩টি আইফোন, ৩৩টি আইফোনের সামনে ও পেছনের অংশসহ সহ আইফোনের ভিতরের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ৬০টি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত নূর কবীর শাকিল অনলাইন খাবার ডেলিভারি করার নামে কৌশলে আইফোন ছিনতাই করে পালিয়ে যেত। ছিনতাই করা মোবাইলগুলো শাকিলের ভাড়া বাসায় গোপন কক্ষে মালিকানা ও পরিচিতি পরিবর্তন করার জন্য এক মোবাইলের যন্ত্রাংশ খুলে অপর মোবাইলের সাথে সংযুক্ত করত। পরবর্তীতে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলগুলো অনলাইনে এবং সরাসরি বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। সে বিভিন্ন ব্র্যান্ডের দামি মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন, সেটিংস পরিবর্তন এবং জি-মেইল এ্যাকাউন্ট পরিবর্তন করতে পারে। গ্রেফতারকৃতরা অভ্যাসগতভাবে পরস্পর যোগসাজসে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় করে। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৈগাড়ি ফাঁড়ির ইন্সপেক্টর সৈকত হাসান, এসআই রাজু ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।