ডেস্ক রিপোর্ট
৪ নভেম্বর ২০২৩, ১১:৫৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ফেনীতে আগামীকাল রোব ও সোমবার বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। পরে পেট্টল ঢেলে সড়কে আগুন জ্বালানোর ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্ল্যাহ চৌধুরী বরাতের নেতৃত্বে মিছিলটি ইসলামপুর সড়ক হয়ে ট্র্যাংক রোড় প্রদক্ষিণ করে আবার ইসলাম গিয়ে শেষ হয়।
তবে সড়কে আগুন জ্বালানোর বিষয়টি অস্বীকার করেছেন দলটির নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা জানান, তাদের দলের নেতাকর্মীদের ফাঁসাতে অন্য কেউ সড়কে আগুন জ্বালিয়েছে।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান বলেন, আগুনের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।
ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান বলেন, কয়েকটি অনলাইনে যুবদলের মিছিল থেকে গাড়িতে আগুন দেওয়ার ভিত্তিহীন খবর প্রচার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গাড়িতে নয়, পেট্টোল ঢেলে সড়কে আগুন দেওয়ায় হয়েছে। পুলিশ অপপ্রচার ছড়ানো অনলাইন গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।