ডেস্ক রিপোর্ট

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ণ

প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতি দিবসে চট্টগ্রামে বাসদের পুষ্পমাল্য অর্পণ

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি: বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের নারী শহীদ অগ্ন কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯১ তম আত্মাহুতি দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, চট্টগ্রাম জেলা শাখা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে পাহাড়তলী প্রীতিলতার ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, জেলা সদস্য মহিন উদ্দিন, হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, নাজিমউদ্দীন বাপ্পী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি রায়হান উদ্দি, নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন,সদস্য অরুপ মহাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ” বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ। প্রায় ২০০ বছরের বৃটিশ শাসন শোষণে এদেশের মানুষ নিষ্পেষিত ছিল। মাস্টারদা সূর্যসেনের আহবানে ইউরোপীয় ক্লাব আক্রমণ প্রীতিলতারা দেখিয়ে দিয়েছিলেন বৃটিশদের সূর্যও অস্ত যায়। চট্টগ্রাম এর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে সেদিন দেশমাতৃকার জন্য প্রীতিলতার যে আত্মত্যাগ সেটা পরবর্তীতে বৃটিশদের থেকে স্বাধীনতা সংগ্রাম তরান্বিত করেছিল। ইংরেজ শাসনের অবসান হলও শোষণ ও বৈষম্য সমাজে রয়ে গিয়েছে। দূর্নীতি,লুটপাট, স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা যেন দেশীয় শাসকদের মধ্যে ইংরেজ চরিত্রেরই ফলাফল। বিনাভোটে নির্বাচিত সরকার দেশের আইন,বিচার,নির্বাচন সমস্তকিছুকেই দলীয়করণ ও ধ্বংসের দারপ্রান্তে দাঁড় করিয়েছে।

বক্তারা বলেন, সিন্ডিকেটের দৌরাত্ম্যে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি জনগণকে অসহায় করে তুলছে,অথচ এই সিন্ডিকেট কারসাজির বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষপেই নেই। দেশের টাকা বাইরের দেশে পাচার হচ্ছে। নারী -শিশু নির্যাতন বেড়ে চলেছে।ক্ষমতাসীনদের মদদে ব্যাংক লুটপাট হচ্ছে আর বিদেশে গড়ে উঠছে তাদের অবৈধ সম্পদের পাহাড়।আর জনগনের বিক্ষোভ ও প্রতিবাদের কন্ঠরোধে সাইবার সিকিউরিটি এক্টের মতন কালাকানুন তৈরি করা হচ্ছে। এভাবে গত ৫২ বছরে স্বাধীনর মৌলচেতনা সাম্য,মানবিক অধিকার, সামাজিক ন্যয়বিচারকে ধূলিসাৎ করা হয়েছে। তাই বীরকন্যা প্রীতিলতা, কল্পনা দত্তসহ অগ্নিযুগের বিপ্লবীরা আমাদেরকে সেই অনুপ্রেরণা দেয় যে কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।”

বক্তারা আরো বলেন বর্তমান তরুণ প্রজন্মের কাছে বৃটিশ বিরোধী আন্দোলনের শহীদদের সঠিক ইতিহাস শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে তুলে ধরতে হবে।

শেয়ার করুন