ডেস্ক রিপোর্ট

২১ আগস্ট ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ

প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি : নব্য বিসিবি সভাপতি ফারুক

আপডেট টাইম : আগস্ট ২১, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ক্রিকেটকে উন্নত করে দেশের সম্মান বৃদ্ধি ও মুখ উজ্জ্বল করাকে প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ।

আজ বুধবার বিসিবির ফেসবুক পেইজে নিজের ইচ্ছের কথা প্রকাশ করেছেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে তাকে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

ফারুক আহমেদ বলেন, ‘লক্ষ্য অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি। দেশের মুখ উজ্জ্বল করা। দলকে একটা জায়গায় (ভালো) দেখতে চাই। কীভাবে দেখব সেটা অনেক বড় একটা ব্যাপার। সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, এসব নিয়ে প্রশ্ন আছে। আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা অন্য দিকে যেন সরে না যাই। সুতরাং বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট সব মিলিয়েই এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’

ক্রিকেটারদের দেশের জন্য খেলার আহ্বান জানান ফারুক আহমেদ। তিনি মনে করেন, মাঠের ১১ জনের সবাইকে দেশের জন্য প্রতিযোগিতা করতে হবে। তাহলেই সফলতা আসবে। বোর্ডের অনেক চ্যালেঞ্জ থাকলেও সেগুলো অনেকটাই সহজ করতে পারবেন বলে বিশ্বাস নতুন বোর্ড প্রেসিডেন্টের।

শেয়ার করুন