ডেস্ক রিপোর্ট
১ নভেম্বর ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৩১ অক্টোবর ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিকদের নিন্মতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে চলমান আন্দোলনে গতকাল ৩০ অক্টোবর ২০২৩ গাজীপুরে ২ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মূল্যস্ফিতিতে দেশের মানুষের যখন দিশেহারা অবস্থা তখন মাত্র ৮ হাজার টাকায় একজন গার্মেন্টস শ্রমিকের পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করা ভীষন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সকল গার্মেন্টস শ্রমিক সংগঠন ও শ্রমিকরা যখন নিন্মতম মজুরি ২৩ হাজার টাকার দাবিতে আন্দোলন করছে সেই সময় রপ্তানি আয়ে শীর্ষ ও উচ্চ প্রবৃদ্ধির গার্মেন্টস সেক্টরের মালিক পক্ষ থেকে মজুরি বোর্ডে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব, গার্মেন্টস শ্রমিকদের জীবন নিয়ে উপহাস ও অপমানের সামিল। মালিকপক্ষের ঐ প্রস্তাব শ্রমিকদেরকে বিক্ষুব্ধ করেছে, জীবন জীবিকার অনিশ্চয়তা তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। গতকাল বিক্ষুব্ধ ও আন্দোলনরত শ্রমিকদের ন্যায় সংগত দাবি না মেনে তাদের মিছিলে ও কারখানায় পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা হামলা করে রাসেল হাওলাদার ও ইমরান হাসান নামে দুজন শ্রমিককে হত্যা করা হয়েছে।
আজ ৩১ অক্টোবরেও গাজীপুর, মিরপুরসহ বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের মিছিলে এবং কারখানায় ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে শ্রমিকদেরকে আহত করেছে।
বিবৃতিতে কমরেড ফিরোজ ২ জন পোশাক শ্রমিক হত্যা এবং সন্ত্রাসী হামলার জন্য দায়ীদের গ্রেফতার ও বিচার এবং শ্রমিকদের ন্যায় সংগত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।