ডেস্ক রিপোর্ট
৪ নভেম্বর ২০২৩, ৬:২২ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর বহরে সশস্ত্রগোষ্ঠীর হামলায় অন্তত ১৪ সেনা নিহত হয়েছেন। শনিকবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর ডয়েচে ভেলের
এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাত চলছে। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই দেশব্যাপী এই সংঘাতেই শুরু বলে ধারণা করা হয়।
সেনা বাহিনীর দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তারক্ষীদের বহনকারী বেলুচিস্তানের গাদার জেলার পাসনি থেকে ওমারাগামী দুটি গাড়িতে হামলা চালায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা।’
হামলার সঙ্গে কোন গোষ্ঠীটি জড়িত বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
সেনাবাহিনী আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে এবং এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।