ডেস্ক রিপোর্ট

১০ জুন ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ

পলাশে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি নিয়াজ, সম্পাদক দেলোয়ার

আপডেট টাইম : জুন ১০, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশের জনতা জুট মিলস লিমিটেডের শ্রমিক ইউনিয়নের রেজি: বি ডি ১৫৩১, ২৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৯ জুন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

সভাপতি পদে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী নিয়াজ মাহমুদ ২৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে চাকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন ১৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী বাসির মোল্লা ২৫০১ পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বালতি প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন ২১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি (১) পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান ২৯৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি (২) পদে আম প্রতীকের প্রার্থী শফিকুল আলম ২২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদক (১) পদে টেলিভিশন প্রতীকের প্রার্থী রাসেল ২৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদক (২) পদে টেবিল প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন ২২১৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে আনারস প্রতীকের প্রার্থী মফিজ উদ্দিন ২৬৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সদস্য পদে ৯ জন নির্বাচিত হয়েছেন ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য পদে ১০ জন নির্বাচিত হয়েছেন।

রাত দশটায় জনতা জুট মিলস লিঃ এর ভবন কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার আবু বক্কর সিদ্দিক। এ সময় জনতা জুট মিলস কতৃপক্ষ, জি.এম, এডমিন,কর্মকর্তা- কর্মচারি,পুলিশ,সাংবাদিক সহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন আবু বক্কর সিদ্দিক।

শেয়ার করুন