ডেস্ক রিপোর্ট
৬ আগস্ট ২০২৩, ১১:০১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: পঙ্কজ ভট্টাচার্য বলতেন, মুক্তিযুদ্ধের চেতনা ভূমিদস্যু ও ব্যাংকদস্যুতার কাছে ‘হাইজ্যাক’ হয়ে গেছে। চোর, ডাকাত, ভূমিদস্যু ও ব্যাংকদস্যুরা রাজনীতিতে ঢুকে পড়েছে। এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতে অটল ছিলেন পঙ্কজ ভট্টাচার্য।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে এ আলোচনা সভার আয়োজন করে ঐক্য ন্যাপ। সভায় পঙ্কজ ভট্টাচার্য সম্পর্কে এসব কথা বলেন তাঁর রাজনৈতিক সহকর্মীরা।
রাজধানীর শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের ভেতরে সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঙ্কজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায়। ঐক্য ন্যাপের প্রয়াত এই সভাপতি ছিলেন গত শতকের ষাটের দশকের অন্যতম ছাত্রনেতা। তিনি আজীবন দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে গেছেন। গত ২৪ এপ্রিল তিনি মারা যান।
সভায় সভাপতিত্ব করেন ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি এম এ সবুর। তিনি বলেন, পঙ্কজ ভট্টাচার্যের জীবন, আদর্শ ও রাজনীতিতে সব সময় প্রাধান্য পেয়েছে সাধারণ মানুষ। তিনি ধর্মীয় সংঘ্যালঘু, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও নারী সমাজ—সবার অধিকার আদায়ে সক্রিয় ছিলেন।
পঙ্কজ ভট্টাচার্য দেশের বর্তমান লুটেরা অর্থনৈতিক ব্যবস্থার কড়া সমালোচক ছিলেন—এ কথা উল্লেখ করে এম এ সবুর বলেন, দেশটা লুটেরা গোষ্ঠী ও কালোটাকার মালিকদের অভয়ারণ্য হয়ে গেছে।
আলোচনায় অংশ নিয়ে ঐক্য ন্যাপের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমনী মোহন দেবনাথ বলেন, মুক্তিযুদ্ধের আগে দেশে কোটিপতি ছিল ২২ পরিবার। এখন উপজেলা পর্যায়ে পর্যন্ত শত শত কোটিপতি হয়েছে। তারা গরিব মানুষকে শোষণ ও নির্যাতন করছে। এদের অন্যায়কে রুখে দিতে পঙ্কজ ভট্টাচার্যের মতো নির্ভীক নেতা প্রয়োজন।
রমনী মোহন দেবনাথ ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ কর্মসূচি দেওয়ার পরামর্শ দেন।
সভা সঞ্চালনা করেন ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক। তিনি বলেন, প্রত্যেক জন্মদিনে পঙ্কজ ভট্টাচার্য উপস্থিত থাকতেন। তিনি সবাইকে একত্র করে বৃহৎ ঐক্যের কথা বলতেন। কিন্তু এবার স্মৃতির প্রতি ফুলের মালা দিয়ে স্মরণ করতে হচ্ছে।
আসাদুল্লাহ তারেক পঙ্কজ ভট্টাচার্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন–সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ–পরবর্তী সময়ের ভূমিকা তুলে ধরেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল মোনায়েম, অলিজা হাসান প্রমুখ।