ডেস্ক রিপোর্ট
২ আগস্ট ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২ আগস্ট টিএসসিতে গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর ছাত্রলীগের বর্বর হামলায় ২০ জন আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
কমরেড বজলুর রশীদ ফিরোজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আজ ২ আগস্ট বিকেলে টিএসসিতে গণ-অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবতিতে তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদের এক কর্মসূচিতে যোগ দিতে নূর টিএসসিতে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপর দফায় দফায় হামলা চালায়। এতে নূরসহ প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনা ঘটে। রক্তাক্ত নূর দৌড়ে পালাতে গেলে তাকে আবার ধরে পুনরায় মারধোর করা হয়। এই ঘটনায় সরকারের নগ্ন ফ্যাসিস্ট চেহারা পুনরায় উন্মোচিত হল। এটা স্পষ্ট হয়ে গেছে যে, সরকার ক্ষমতায় টিকে থাকতে চূড়ান্ত দমন-পীড়নের পথই বেছে নিয়েছে। কমরেড ফিরোজ আরও বলেন, বিরোধী সকল মত-পথ ও রাজনৈতিক দলের উপর সরকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের ছাত্র-যুব পাণ্ডাদের লেলিয়ে দিয়ে নিজেদের মসনদে টিকে থাকার পথ সুগম করতে চাচ্ছে সরকার। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এই দমন পীড়নের পথে কখনই ক্ষমতায় টিকে থাকা যায় না, বরং দমনের এই পথ জনতার ঐক্যকে দৃঢ় করে, লড়াইকে শানিত করে।
কমরেড ফিরোজ অবিলম্বে এই হামলার সাথে জড়িত ছাত্রলীগের চিহ্ণিত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একি সাথে এই ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধে সোচ্চার হওয়ার আহবান জানান।