ডেস্ক রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: মজুরি বৃদ্ধির আন্দোলনে নিহত গার্মেন্টস শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান দলটির নেতাকর্মীরা।
তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকরা নিরুপায় হয়ে মজুরি বাড়ানোর জন্য আন্দোলন করেছেন। সেই আন্দোলনে পুলিশ ও মালিক পক্ষের সন্ত্রাসীরা নির্মমভাবে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। শ্রমিকরা তাদের ন্যূনতম ন্যায্য মজুরিটুকুও চাইতে পারছে না। মালিকপক্ষ শ্রমিকদের শ্রমের যথাযথ মূল্য দিতে চাচ্ছে না। তারা বার্ষিক ইনক্রিমেন্টসহ অন্যান্য সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। অযৌক্তিক, অগ্রহণযোগ্য মঞ্জুরি প্রস্তাবনা কখনো মেনে নেওয়া হবে না। গার্মেন্টস শ্রমিকদের ১২ হাজার ৫০০ টাকা মজুরি বাতিল করে ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি ঘোষণা করতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক এবং শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন। তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় চলা সরকার ও সরকারি সংস্থা জনগণের বুকে গুলি চালিয়েছে। এটি তাদের নিম্ন চিন্তার বহিঃপ্রকাশ। যারা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে তাদের উপর এমন হামলা কখনো মেনে নেওয়া যায় না। যে সব শ্রমিককে হত্যা করা হয়েছে তাদের পরিবারকে আজীবন আয়ের সমান অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।
এসময় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. শ্রমিকদের ঘোষিত ন্যূনতম মজুরি পুনরায় বিবেচনা করে ২৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
২. আন্তর্জাতিক মজুরি স্ট্যান্ডার্ড পর্যালোচনা করে শ্রমিকদের জন্য সুযোগ তৈরি করতে হবে।
৩. গার্মেন্টস শ্রমিকদের জীবন জীবিকার মানোন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরকে হস্তক্ষেপ করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবীব, বাসদ ঢাকা নগরের ইনচার্জ নিখিল দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।