ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া সংকটের সমাধান নেই: বাম জোট

আপডেট টাইম : অক্টোবর ৩০, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বিরোধী দলের ওপর দমন-পীড়নের প্রতিবাদে, সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক , সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিলেট জেলা সিপিবি সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ছাত্র ইউনিয় জেলা সংসদের সাধারণ সম্পাদক মাসুক জলিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সোমিত কান্তি দাস পিনাক প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,বর্তমান রাজনৈতিক সংকট দূর করতে, সংঘাতের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করতে হবে। এছাড়া একতরফা নির্বাচনের প্রচেষ্টা দেশকে আরো সংঘাতের দিকে ঠেলে দিবে। এধরনের পরিস্থিতিতে দেশি-বিদেশি আধিপত্যবাদী অপশক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে। বক্তারা বলেন, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া সংকটের সমাধান নেই।

নেতৃবৃন্দ গত২৮ অক্টোবর বিরোধী দলের সমাবেশকে ঘিরে হামলা -মামলা,সাংবাদিক -পুলিশ-রাজনৈতিক কর্মী হত্যা , বেসরকারি স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা ও শান্তির দাবি জানান হয়।

নেতৃবৃন্দ বলেন, জনজীবনে নাভিশ্বাস। নিত্যপণ্যের মূল্যে কোন নিয়ন্ত্রণ নেই। জনগণকে অসহায় করে লুটেরারা পকেট ভারী করছে। সরকারের উন্নয়নের গল্প সাধারণ মানুষের কাছে ফানুস এ পরিণত হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে চলমান আওয়ামী সরকারের দুঃশাসনের অবসানের সাথে ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, সরকার যেনতেন প্রকারে আরেকটি নির্বাচন পার করাতে চায়। জনগণের দাবি উপেক্ষা করে এধরনের অপচেষ্টার ফল শুভ হবে না। এধরনের অপচেষ্টা রুখতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে রাজপথে সংগ্রামে শরিক হয়ে গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলতে হবে।

শেয়ার করুন