ডেস্ক রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৫১ বলে ১৬৯ রান করে বাঁ-হাতি এই ব্যাটার। পাঁচ বছর পর সেঞ্চুরির পাশাপাশি দুটি রেকর্ডও গড়েছেন তিনি।
এশিয়ার কোন ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ওয়ানডে রান করেছেন। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ১৬৩ রানের ইনিংসের রেকর্ড। সঙ্গে একটি বাজে রেকর্ডও হয়েছে তারা। বড় রান করেও পরাজিত দলের সদস্য হওয়া ব্যাটার এখন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৯৪ রান করেও দলকে জেতানো না পারা ব্যাটারের নাম চার্লস কভেন্ট্রি। বাংলাদেশের বিপক্ষে ২০০৯ সালে বুলাওয়েতে ওই ইনিংস খেলেছিলেন তিনি। ২০২১ সালে ফখর জামান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৩ রান করেও দলকে জেতাতে পারেননি।
অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু হেইডেন ২০০৭ সালে নিউজিল্যান্ডের হ্যামিলটনে খেলেছিলেন ১৮১ রানের ইনংস। তবু হেরেছিল দল। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ইংল্যান্ডের বিপক্ষে ১৭৬ রান করেও পরাজিত দলে ছিলেন। ২০০৯ সালে শচীন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৫ রান করলেও জেতেনি ভারত।
তালিকায় ছয় নম্বরে আছে ডেভিড ওয়ার্নারের নাম। তিনি ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৭৩ রান করেছিলেন। তবে হেরেছিল অজিরা। রোহিত শর্মা ওই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭১ রান করলেও পরাজিত হয় ভারত। সৌম্য সরকার তালিকায় আছেন আটে। ওয়ানডে ক্রিকেটে অন্তত ১৫০ রান করার পরও দল হেরেছে এমন ঘটনা ঘটেছে ২০ বার।