ডেস্ক রিপোর্ট
৩১ মে ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার পরে নড়েচড়ে বসেছে প্রশাসন , হামলা ও খুনের দায় প্রকাশ করেছে ইসলামি জঙ্গি সংঘটন। তারা অনলাইন একটি তালিকা প্রকাশ করেছে যেখানে নিহত অনন্ত বিজয় দাশ সহ আরো অনেকের নাম প্রকাশ করা হয়েছে , তার মধ্যে উল্লেখ্য ঢাকার ব্লগার ও মুক্তমনা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায়,আসিফ মহিউদ্দীন, মো রাজিবুল ইসলাম, আহমেদুর রশীদ চৌধুরী, আহমেদ রাজীব হায়দার, রাফিদা আহমেদ বন্যা, সানি সানওয়ার, শহিদুল আলম।
ইতিমধ্যেই ব্লগার অনন্ত বিজয় দাশ ও অভিজিৎ রায়কে হত্যার পরে বাকি অনেকেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে, তারমধ্যে বেশ কয়েকজনে অনবরত হুমকি দিচ্ছে বিভিন্ন জঙ্গি সংঘটন। সিলেটের মুক্তমনা লেখক মো রাজিবুল ইসলাম অধিকারবিডিকে জানিয়েছেন অনন্ত বিজয় দাশকে হত্যার পরেই উনার ফোনে এবং ব্যক্তিগত ফেইসবুকে বিভিন্ন হুমকি ও হত্যা করার কথা বলা হচ্ছে , তিনি আপাতত সিলেটের নিজ বাসস্থান ত্যাগ করে নিরাপদ কোথাও অবস্থান করছেন। কিন্তু তার পরিবারের লোকজন অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।
উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারী ২০১৫ সালে অভিজিৎ রায় ও ১২ মে ২০১৫ তে অনন্ত বিজয় দাশকে কতিপয় কালো মুখুশ পরিহিত দুর্বিত্তরা নৃশংস ভাবে হত্যা করে।
এভাবে একের পর এক জঙ্গি হামলায় তরুন মেধাবী ও লেখক হত্যা হতে চললে দেশ একসময় মেধাশূন্য হয়ে পরবে।