ডেস্ক রিপোর্ট

১৭ সেপ্টেম্বর ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ

তিউনিশিয়ায় অভিযানে শত শত অভিবাসী আটক

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: তিউনিশিয়ার স্ফ্যাক্স উপকূলীয় অঞ্চলে পাচারকারীদের বিরুদ্ধে বড় ধরনের ধরপাকড় অভিযান পরিচালনা করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার এই অভিযান থেকে শত শত অভিবাসীকে আটক এবং বেশ কিছু নৌকা জব্দ করা হয়েছে।

উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য অভিবাসীদের মূল প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে তিউনিশিয়ার স্ফ্যাক্স উপকূল। শনিবার দেশটির আইনশৃঙ্খলাবাহিনী সন্ত্রাসবিরোধী শাখার সদস্য ও বিমান ব্যবহার করে ওই উপকূলে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। সম্প্রতি উত্তর আফ্রিকা থেকে আসা অভিবাসীদের বহনকারী রেকর্ডসংখ্যক নৌকা ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছানোর পর তিউনিশিয়া কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

দেশটির সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের একাধিক ইউনিট স্ফ্যাক্সের কিছু বাড়িতে অভিযান চালিয়েছে; যেখানে শত শত অভিবাসী আশ্রয় নিয়েছিলেন। অভিযানে উপকূলগামী অভিবাসীদের বহনকারী কিছু ট্রাক ও চোরাকারবারীদের ব্যবহৃত জাহাজ জব্দ করা হয়েছে।

এ সময় নিরাপত্তা বাহিনী বিমান, উচ্চ প্রশিক্ষিত কুকুর, সামরিক ট্রাক ব্যবহার করে জেবিনিয়ানা, কেরকেন্নাহ, মাসাট্রিয়া এবং স্ফ্যাক্সের কয়েকটি এলাকায় তল্লাশি চালায়। স্ফ্যাক্স শহরের কেন্দ্রে অভিযান চালিয়ে সন্দেহভাজন মানবপাচারকারীদের আটক করা হয়।

তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা কর্নেল হোসেম জেবেবলি সাংবাদিকদের বলেছেন, এই বিমান অভিযানের উদ্দেশ্য হল চোরাকারবারিদের টার্গেট করা; যারা হতাশাগ্রস্ত মানুষের কষ্টকে পুঁজি করে ব্যবসা করছেন।

স্ফ্যাক্স থেকে অভিবাসীদের ইউরোপমুখী ঢলের কারণে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রবল চাপের মুখে রয়েছে তিউনিসিয়া। অভিবাসীদের ঢল ঠেকানো ও তিউনিসিয়ার বিপর্যস্ত অর্থনীতিকে সাহায্য করার জন্য দেশটিকে ১০০ কোটি ইউরোর প্রতিশ্রুতি দিয়েছে ইইউ।

গত কয়েকদিনে উত্তর আফ্রিকা থেকে নৌকায় করে প্রায় ৭ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালির ছোট দ্বীপ ল্যাম্পেদুসায় পাড়ি জমিয়েছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় এক লাখ ২৬ হাজার অভিবাসী নৌকায় করে ইতালিতে পৌঁছেছেন। যা গত বছরের একই সময়ের রেকর্ড করা ৬৪ হাজার ৫২৯ জনের তুলনায় প্রায় দ্বিগুণ।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুক্রবার ইউরোপীয় ইউনিয়নকে উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীর আগমণ ঠেকাতে ‘প্রয়োজনে যৌথ নৌ অভিযান’ পরিচালনার আহ্বান জানান।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন