ডেস্ক রিপোর্ট
৩ আগস্ট ২০২৩, ১:৫০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে রেজাপন্থি গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে দেওয়া বক্তব্যে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের দাবি একটাই, এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন।
তিনি বলেন, আওয়ামী লীগের সিস্টেম হলো যে সেতুর মাধ্যমে তারা ক্ষমতায় গেছে, সে সেতুটাকে পুড়িয়ে ফেলা। এটা আমরা হতে দেব না। একটা সুষ্ঠু ভোটে অংশগ্রহণের জন্য মানুষকে সুযোগ দিতে হবে। জনগণের রায়েই সুষ্ঠু ভোট হবে। আমাদের লক্ষ্য এক সপ্তাহের মধ্যে এক লাখ স্বাক্ষর সংগ্রহ করা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, জিসান মাসুদ, যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান, আতাউল্লাহ প্রমুখ।