ডেস্ক রিপোর্ট

২৮ জানুয়ারি ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ

ডামি নির্বাচনের মাধ্যমে সরকার বনাম জনগণের লড়াইয়ের সূচনা ঘটলো

আপডেট টাইম : জানুয়ারি ২৮, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘ডামি’ নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় তাদারকি সরকারের অধিনে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চট্টগ্রামে আজ ২৮ জানুয়ারি বিকেল ৪টায় সিনেমা প্যালেস চত্বরে অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম শাখার সমন্বয়ক বাসদ ইনচার্জ আল কাদেরী জয়ের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড অশোক সাহা, বাসদ(মার্ক্সবাদী) জেলা সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ। সমাবেশ পরিচালনা করেন বাসদ (মার্ক্সবাদী) নেতা জাহেদুন্নবী কনক।

সভায় বক্তারা বলেন,” সরকার একতরফা ও ডামি নির্বাচনের মাধ্যমে এক প্রহসনের নাটক জনগণের সামনে মঞ্চস্থ করলো। এর মাধ্যমে আওয়ামী সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন আরো পাকাপোক্ত করার ব্যবস্থা করা হয়েছে । এই নির্বাচনের মাধ্যমে দূর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট কারসাজি, অর্থ পাচারের দৌরাত্ম আরোও বাড়বে। অনৈতিকভাবে ক্ষমতায় আসা শাসকদলের পক্ষে এই দূর্নীতি -দুঃশাসন নিরসন করা অসম্ভব । জনগোষ্ঠী এই সরকারকে ভোট না দিয়ে প্রমাণ করেছে- এই সরকার অবৈধ ও অগণতান্ত্রিক । তাই সরকারের কোনো নৈতিক ও রাজনৈতিক বৈধতা নেই।

একদিকে বিরোধী দলের উপর হামলা-মামলা করে সরকার একদলীয় ও স্বৈরাচারী ভূমিকা নিয়েছে অন্যদিকে ডামি-স্বতন্ত্র্য প্রার্থী, ব্যবসায়াী সিন্ডিকেট, গৃহপালিত বিরোধী দলের মাধ্যমে সংসদকে একটি হাস্যকর ও ধনীদের ক্লাবে পরিণত করা হয়েছে। তাই আগামীদিনের জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে ও বামপন্থী বিপ্লবী শক্তি তৈরির কোনো বিকল্প নেই। “

শেয়ার করুন