ডেস্ক রিপোর্ট
১ জুন ২০২৩, ৬:১৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জে’র উদ্বোধন করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার।
বৃহস্পতিবার (১ জুন) সকালে উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর রশিদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোছা. লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম প্রমুখ।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সেজন্য প্রধান বিচারপতির নির্দেশে সারা দেশে ন্যায়কুঞ্জ বা বিশ্রামাগার নির্মিত হচ্ছে। এই বিশ্রামাগার থেকে বিচারপ্রার্থীরা সুপেয় পানি ও নাস্তা কিনে খেতে পারবেন।
অনুষ্ঠান শেষে বিচারপতি তার নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তালুকদারপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন।