ডেস্ক রিপোর্ট

২ জুন ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ণ

টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ প্রাণ গেল ৪ জনের

আপডেট টাইম : জুন ২, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। তবে নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাউল কবির ঢাকা পোস্টকে বলেন, মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের সঙ্গে মধুপুরগামী একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া এক শিশুকে গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

শেয়ার করুন