ডেস্ক রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ৮:৫২ অপরাহ্ণ
আবু সায়েম, জামালপুর প্রতিনিধি:: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় রাস্তার পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২১ আগস্ট ২০২১ শনিবার দুপুরে জামালপুর-মেলান্দহ সড়কে বেতমারী গ্রামের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্হানীয় সূত্রে জানা যায়, কে বা কারা রাস্তার পাশে মৃত অবস্থায় নবজাতকে ফেলে গেছে তা কেউ জানে না। এলাকাবাসী নবজাতকের লাশটি দেখতে পেয়ে পরে কেউ পুলিশকে খবর দিলে মেলান্দহ থানার পুলিশ পলিথিন ব্যাগ মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম গণমাধ্যমকে জানান, কে বা কারা রাস্তার পাশে এটাকে ফেলে চলে গেছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি।