ডেস্ক রিপোর্ট
১০ জুন ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
হাবিব রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের বিদায় ও বরণ অনুষ্টানের মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর ১২ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মশফীকীন নুর।
নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম শামীম, ভাইস চেয়ারম্যান আকবর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনকে বরণ করা হয়। অনুষ্টানে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সুব্রত সামন্ত সরকার, আখতারুজ্জামান তালুকদার, বীরমুক্তি যোদ্ধা আখতার হোসেন, উপজেলা কৃষি অফিসার মো: আলাউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান।
সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: মঈন উদ্দিন আলমগীর, মো: মাসুক মিয়া, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাসুক মিয়া, সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো: নুরুল হুদা। প্রকল্প কর্মকর্তা এরশাদ হোসেন, প্রাণী সম্পাদ অফিসার ডা. আবুল কাশেম, যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী আনিসুরজ্জামান আনিস, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা প্রমূখ।
নবাগত উপজেলা চেয়ারম্যান গণ প্রত্যাশ তুলে ধরেন পাশাপাশি সকলেই সহযোগিতা কামনা করেন।