ডেস্ক রিপোর্ট

২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ণ

‘জামানত বাজেয়াপ্ত করামু আমার ইউনিয়নে, নৌকারে-নৌকারে’

আপডেট টাইম : ডিসেম্বর ২৫, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম শাহজাহানের বিতর্কিত কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘জামানত বাজেয়াপ্ত করামু আমার ইউনিয়নে, নৌকারে-নৌকারে।’

শনিবার ভরনপুর গ্রামের নিজ বাড়িতে বসে চেয়ারম্যান এমন মন্তব্য করেন বলে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের পক্ষ নিয়ে এমন কথা বলেন তিনি। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে চেয়ারম্যানকে কথা বলার ভিডিওটিতে শোনা যায়, ‘আপনার (অপর প্রান্তে থাকা ব্যক্তির) আব্বার রাজনীতিটা করতাছি তো, এই জন্য আমার দায়িত্ব হইল কী করা, এটা আমি করতাছি। জামানত বাজেয়াপ্ত করামু আমার ইউনিয়নে, নৌকারে-নৌকারে। আমার ইউনিয়নে যদি সম্মানজনকভাবে ঠকতে হয় তাহলে সে (নৌকার প্রার্থী) এখন ভালো আচরণ করতে হবে, তবে জেতানো যাইত না, জিতবে না।’

কথা হয় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের সঙ্গে। তাঁর ভাষ্য, ইউপি চেয়ারম্যান শাহজাহানের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, আমি তা শুনেছি। তার এমন কটুক্তিপূর্ণ মন্তব্য অশালীন। গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান এ এস এম শাহজাহান বলেন, ‘আমি নৌকার লোক। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দিয়েছি কিনা তা মনে নেই, ভিডিও দেখে বলতে হবে।’ পরে ভাইরাল হওয়া মন্তব্যের ভিডিওক্লিপ তাঁর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এর পর তাঁর বক্তব্য জানার জন্য ফের ফোন করা হলে বক্তব্য না দিয়ে এক পর্যায়ে ফোনটি বন্ধ করে দেন।

রোববার রিটার্নিং অফিসার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, ভিডিওটি পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন