ডেস্ক রিপোর্ট
৫ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গণধর্ষণের সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজ ৫ ফেব্রুয়ারি, সোমবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির আহবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অনিক কুমার দাস এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, অর্থ সম্পাদক সুলতানা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব অদিতি ইসলাম ও ঢাকা নগর শাখার সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক।
সমাবেশে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখসানা আফরোজ আশা।
সমাবেশ থেকে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও স্বৈরাচারী রাজনীতির পৃষ্ঠপোষকতায় বেপরোয়া ছাত্রলীগ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সারাদেশে অব্যাহত দমন-পীড়ন-নির্যাতন এর অংশ হিসেবে এটি সংঘটিত হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর, সিলেটের এম. সি. কলেজের ঘটনা আর সবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা প্রমান করে, ধর্ষণ-নির্যাতনের এই মনস্তত্ত্বের সাথে বিদ্যমান। ক্যাম্পাসগুলিতে শুধু সন্ত্রাস-দখলদারিত্বের রাজত্ব কায়েম করেই ক্ষান্ত হয়নি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, উপরন্তু দেশের আপামর ছাত্রী-নারীর কাছে বিভীষিকাময় মূর্তি নিয়ে হাজির হয়েছে৷ আর এসবের সাথে যুক্ত হয়ে আছে ক্যাম্পাসের তাবেদার। যেমন করে এই ঘটনায় সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না করে উল্টো ‘বহিরাগত’ তকমা দিয়ে বিশ্ববিদ্যালয়ে জনমানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার মতো স্বৈরাচারী সিদ্ধান্তের মধ্য দিয়ে।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অনতিবিলম্বে জড়িত ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানিয়েছেন। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনমানুষের প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা অনতিবিলম্বে উঠিয়ে নেয়ার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।