ডেস্ক রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ১১:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বময় সংকট নিরসনে, এম.সি কলেজসহ সারা দেশের বিভিন কলেজে জরিপ কার্যক্রম পরিচালনা করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তার প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এম.সি কলেজ শাখা শিক্ষামন্ত্রী বরবার কলেজের অধ্যক্ষের মাধ্যমে স্মারকলিপি পেশ করে। স্মারকলিপি প্রদানের আগে কলেজ ক্যাম্পাসে কলেজ শাখার সংগঠক মিসবাহ খানের পরিচালনায় ও সুমিত কান্তি পিনাকের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, কলেজ শাখার সংগঠক জুবায়ের আহমেদ হিমেল, কিশোর দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- “দেশের সর্বাধিক শিক্ষার্থীর এবং মধ্যবিত্ত, নিন্মবিত্ত ও দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়। লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান দিন দিন উন্নত হবে এটাই স্বাভাবিক। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তা বিপরীত। এখানে পর্যাপ্ত শিক্ষক – ক্লাসরুমের সংকট , বছরে ২১০দিন ক্লাস হওয়ার পরিবর্তে ৬০-৬৫ দিন ক্লাস হওয়া, স্বতন্ত্র পরিক্ষা হল যে কলেজ গুলোতে করা হল সেখানে একাডেমিক ভবন বা ক্লাসরুম হিসেবে ব্যবহার করা, বেশির ভাগ কলেজের নিজস্ব পরিবহনব্যবস্থা নাই, হল-হোস্টেলে ছাত্রলীগের আধিপত্য , একাডেমিক ক্যালেনডার কার্যকর না করা, নামে-বেনামে ফি আদায় করা, লাইব্রেরি – সেমিনার পর্যাপ্ত বই না থাকা, স্বল্প মূল্যে ক্যান্টিন না থাকা, গবেষণার জন্য সচল ল্যাবরেটরী না থাকা, ভালো পানীয় জল- স্যানিটেশন ব্যবস্থা না থাকা, ক্যাম্পাসে অগণতান্ত্রিক পরিবেশসহ নানা সংকটে নিমজ্জিত করে রেখেছে সরকার । তাই এই সংকট নিরসনের জন্য আমরা শিক্ষার্থীদের মধ্যে জরীপ কাজ করি এবং জরীপ কাজ শেষে ৮ দফা দাবীতে অধ্যক্ষের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি পেশ করছি।”
সমাবেশ পরবর্তীতে একটি প্রতিনিধি দল কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো রিয়াদের সাথে সাক্ষাৎ করে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।