ডেস্ক রিপোর্ট
১ নভেম্বর ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, জনগণ আর একতরফা নির্বাচন হতে দেবে না। যেকোনো মূল্যে সরকারের নীলনকশার নির্বাচন প্রতিহত করবে।
রাজধানীর পুরানা পল্টনে আজ বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। বিএনপিসহ সমমনা দল ও জোটের তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয় নগর ঘুরে সচিবালয়ের সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসে। পরে মিছিলটি তোপখানা রোড দিয়ে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়। পল্টন মোড়ে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সারা দেশের মানুষ বিরোধী দলের ডাকে সাড়া দিয়ে অবরোধ কর্মসূচি সফল করে তুলেছেন। গণ–আন্দোলনে ভীত হয়ে সরকার কূটকৌশল অবলম্বন করে তার পেটোয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের দলের সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলা চালিয়েছে। আর সেই হামলার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দিচ্ছে। কিন্তু মানুষ তাদের এই হীন ষড়যন্ত্র জেনে গেছে। জনগণের ঐক্য ধরে রেখে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে।
জোনায়েদ সাকি বিরোধী দলের নেতাদের ওপর হামলা–নির্যাতনের তীব্র নিন্দা জানান। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ অবিলম্বে সব বন্দীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের নেতা হাবিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ভূইয়া। সঞ্চালনা করেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি।
সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, দেশের মানুষ এই কর্তৃত্ববাদী সরকারের জুলুম–নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা বিরোধীদের প্রতিটি আন্দোলন–সংগ্রামে একাত্মতা প্রকাশ করেছেন। গত রোববারের হরতাল সফল করেছেন। তিন দিনের অবরোধ কর্মসূচিও সফল করছেন।