ডেস্ক রিপোর্ট

২৪ আগস্ট ২০২৩, ১১:১১ অপরাহ্ণ

ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার নেতৃত্বে রিফা সাজিদা-সঞ্জয় রায়

আপডেট টাইম : আগস্ট ২৪, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ১৫ তম সম্মেলন বৃহস্পতিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। বিজয় একাত্তরের পাদদেশে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।

বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রিফা সাজিদার সঞ্চালনায় ও সভাপতি তানজিলা ঋতুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক গৌতম কর।উদ্বোধন শেষে একটি মিছিল বিজয় একাত্তর প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।

মুক্তমঞ্চে অনুষ্ঠিত হওয়া সম্মেলন সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) পার্টির ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক কমরেড শেখর রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাফিকুজ্জামান ফরিদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটি বাকৃবির সদস্য সচিব সঞ্জয় রায়।

অনুষ্ঠানে বক্তারা বছর বছর সেমিস্টার ফি বৃদ্ধি,শিক্ষার বাণিজ্যিকীকরণ,ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ভাড়া দেয়া সহ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে দখলদারিত্বের পরিবেশ বজায় রাখার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন। এছাড়াও অবিলম্বে মেয়েদের নতুন হল নির্মাণ ও আবাসন সংকট নিরসন,পূর্ণাঙ্গ রেলস্টেশন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা,ডাইনীং চার্জের সমপরিমান ছাত্রবৃত্তি দেয়া এবং সর্বোপরি ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের আহ্বান জানান। বিশ্বব্যাপী চলমান পুঁজিবাদী রাষ্ট্রকাঠামো এবং শাসনক্ষমতায় থাকা ফ্যাসিবাদী সরকারের বৈষম্যমূলক শিক্ষানীতি ই বর্তমান সময়ের শিক্ষাক্ষেত্রে সংকটের মূল কারণ বলে বক্তারা মতামত ব্যক্ত করেন।

সবশেষে শিক্ষার উপরে নিরন্তর চলা সমস্ত ধরণের আগ্রাসনের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সভাপতি তানজিলা ঋতু ২৪ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

★ নবনির্বাচিত ২৪ সদস্য বিশিষ্ট ২৪ তম কমিটি :

• সভাপতি: রিফা সাজিদা (এম.এস. ফিশারিজ টেকনোলজি বিভাগ)
• সহ-সভাপতি: অসীম চাকমা (এম.এস., মাৎস্যবিজ্ঞান অনুষদ)
• সাধারণ সম্পাদক: সঞ্জয় রায় (এম.এস. কৃষিতত্ত্ব বিভাগ)
• সাংগঠনিক সম্পাদক: সাজেদুল ইসলাম শুভ (এম.এস. উদ্যানতত্ত্ব বিভাগ)
• সহ-সম্পাদক: তন্ময় মোদক (লেভেল-৫, পশুপালন অনুষদ)
• দপ্তর সম্পাদক: অর্ণব দাস (লেভেল-৪, পশুপালন অনুষদ)
• অর্থ সম্পাদক: মাহবুবা নাবিলা (লেভেল-৪, কৃষি অনুষদ)
• প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: জায়েদ হাসান ওয়ালিদ (লেভেল-৪, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ)
• স্কুল বিষয়ক সম্পাদক: শতাব্দী কর (লেভেল-৩, পশুপালন অনুষদ)
• গ্রন্থাগার বিষয়ক সম্পাদক: পুষ্পিতা ভট্টাচার্য (লেভেল-৩, পশুপালন অনুষদ)
• সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: অমৃতা মণ্ডল (লেভেল-৩, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ)
• সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ আব্দুল আলীম (লেভেল-৪, পশুপালন অনুষদ)
• ক্রীড়া বিষয়ক সম্পাদক: সবুজ পাল (লেভেল-২, পশুপালন অনুষদ)
• বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: জাবের ইসলাম (লেভেল-৩, মাৎস্যবিজ্ঞান অনুষদ)

সদস্য:
১. লাবু হক (লেভেল-৫, ভেটেরিনারি অনুষদ)
২. উত্তম বালা (এম.এস. কৃষি অর্থনীতি বিভাগ)
৩. অপুরান্ত মন্ডল (লেভেল-৪, ভেটেরিনারি অনুষদ)
৪. সাদিয়া ইবনাত পৃথু (এম.এস. ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগ)
৫. তনুশ্রী চৌধুরী (লেভেল-৪, পশুপালন অনুষদ)
৬. শামিমা শামিম লাভলি (লেভেল-৩, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ )
৭. মাহমুদুল হাসান রাজু (লেভেল-৩, কৃষি অনুষদ)
৮. মেহেদী হাসান (লেভেল-৩, ভেটেরিনারি অনুষদ)
৯. তিতাস রায় (লেভেল-৩, পশুপালন অনুষদ )
১০. মোস্তাফিজুর রহমান (লেভেল-২, ভেটেরিনারি অনুষদ)

শেয়ার করুন