ডেস্ক রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: গত ১২ই ডিসেম্বর, ২০২৩ (মঙ্গলবার) সন্ধ্যায় খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চারজন নেতাকে হত্যা ও তিন নেতা নিখোঁজের ঘটনায় অপরাধীদের সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
একইসাথে এই হত্যাকান্ডের প্রতিবাদে মশাল মিছিলে গণতান্ত্রিক ছাত্রজোট নেতাদের উপর ছাত্রলীগের হামলা ও হামলার ঘটনা ধামাচাপা দিতে ছাত্রলীগ কর্তৃক কালো কাপড়ে রাজু ভাষ্কর্য ঢেকে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন।
আজ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহির শাহরিয়ার রেজা উক্ত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ” গত সোমবার রাতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় রাষ্ট্রীয় মদদপুষ্ট দুর্বৃত্তের গুলিতে নিহত হন পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্ৰীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা।
হত্যার পর ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকেও অপহরণ করা হয়। আমরা পাহাড়ে চার ছাত্রনেতা হত্যার বিচার ও অপহৃত নেতৃবৃন্দের খোঁজ চাই৷ একইসাথে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন উচ্ছেদ করে শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানাই।”
নেতৃবৃন্দ আরো বলেন, পাহাড়ে ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল সমাবেশ চলাকালে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা হামলা করে। হামলায় বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনা ধামাচাপা দিতে ছাত্রলীগ আজ (বুধবার) রাজু ভাস্কর্যকে কালো কাপড়ে ঢেকে দেয় ও ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়নকে সন্ত্রাসীদের সংগঠন সম্বোধন করে ব্যানার সাঁটায়। আমরা দৃঢ় চিত্তে বলতে চাই শহীদ রাজু’র রক্তে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কোনদিন সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করেনি। নিজেদের সন্ত্রাসী কার্যক্রম ঢাকতে ছাত্র ইউনিয়নের মত প্রগতিশীল সংগঠনের বিরুদ্ধে কালিমা লেপনের চেষ্টা প্রমাণ করে ছাত্রলীগের রাজনৈতিক নৈতিকতা একেবারে তলানীতে গিয়ে ঠেকেছে। যাদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রের রক্তের দাগ, সেই হাতে শহীদ রাজুর স্মরণে গড়া সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেয়ার ঘটনা শহীদ রাজুকে অবমাননার সামিল।
আমরা গণতান্ত্রিক ছাত্রজোট নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা এবং শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসীদের বহিস্কারের দাবি জানাই৷