ডেস্ক রিপোর্ট

৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে অবৈধভাবে আটককৃত গাড়ি উদ্ধার

আপডেট টাইম : সেপ্টেম্বর ৯, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আজ চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় অবৈধভাবে জব্দকৃত গাড়ি ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে উদ্ধার করা হয়। গতকাল থেকে চট্টগ্রাম নগরে বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি রিকশা ও ইজিবাইক আটক করে রাখা হয়। এমতাবস্থায় আজ চট্টগ্রাম জেলা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ নগরীর আগ্রাবাদস্থ ট্রাফিক বিভাগের কার্যালয়ে উপস্থিত হন।এই সময় ডিসি ট্রাফিক (বন্দর বিভাগের) উপ-পুলিশ কমিশনার জনাব মোস্তাফিজুর রহমানের সাথে ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে প্রায় দুই ঘন্টা দীর্ঘ আলোচনা হয়।

তিনি প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকের সাধারণ শ্রমিক ও চালকদের সহযোগিতা করার আশ্বাস দেন।একইসাথে নগরীতে ট্রাফিক আইন মেনে চলার জন্য নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।
আলাপকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক আল কাদেরী জয়, সদস্য সচিব মনির হোসেন, সদস্য আহমদ জসীম,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, এবং মোহাম্মদ মাসুদ, নূর মোহাম্মদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ নাসির, হুমায়ুন, হেলালসহ ইজিবাইক সংগ্রাম পরিষদ পতেঙ্গা থানার বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।

বৈঠক শেষে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে ব্যাটারি রিকশা ও ইজিবাইকের ন্যায্য দাবির সংগ্রাম অব্যাহত রয়েছে। এই শ্রমিকরাই গাড়ি চালানোর পাশাপাশি ছাত্র জনতার গণভ্যুত্থানে অকাতরে প্রাণ দিয়েছিল। সেই ব্যাটারি রিকশা ও ইজিবাইক।শ্রমিকদের অধিকার বাস্তবায়ন ছাড়া কোনো বৈষম্য দূর হবে না। নগরীর বিভিন্ন এলাকায় জোরপূর্বক গাড়ি জব্দ, চাঁদাবাজি, মাস্তানি, শ্রমিক হয়রানিসহ অবৈধভাবে রেকারিং বন্ধের সহযোগিতার জন্য প্রশানের এই পদক্ষেপ ও অবস্থান ইজিবাইক সংগ্রাম পরিষদের দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ে ফলাফল বলে নেতৃবৃন্দ জানান।একইসাথে বিআরটিএ কর্তৃক লাইসেন্স, রুট পারমিটসহ,থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা ২০২১ এবং সুষ্ঠু নীতিমালা ২০২৪ কার্যকর এবং চাঁদাবাজি, হয়রানি, অবৈধ রেকারিং বন্ধ করার জন্য ভবিষ্যতেও এই লড়াই জারি রাখবার আহবান জানানো হয়।

শেয়ার করুন