ডেস্ক রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১:১৮ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দেখা দেওয়ার পর শনিবার (২৯ জুলাই) তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৭৯ বছর বয়সী বুদ্ধদেবকে হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে সেখানে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। বুদ্ধদেবকে তার পাম এভিনিউয়ের বাড়ি থেকে গ্রিন করিডোর ব্যবহার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাম ইন্ডিয়া।
২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বুদ্ধদেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক অবসট্রাকটিভ পুলমোনারি ডিজিজ ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
হাসপাতালের এক কর্মকর্তা বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্যর অবস্থা গুরুতর। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা করছি। তার শরীরের অক্সিজেন লেভেল ৭০ শতাংশের নিচে নেমে যায় এবং বিকেলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।’
বুদ্ধদেবের চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
বার্ধক্যজনিত কারণ ও শারীরিক অসুস্থতার জন্য কয়েক বছর ধরে জনসম্মুখ থেকে দূরে রয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ।
২০১৫ সালে তিনি সিপিআইয়ের(এম) পোলিটব্যুরোর পদ এবং সেন্ট্রাল কমিটি থেকে সরে দাঁড়ান। এরপর ২০১৮ সালে রাজ্য সচিবের পদ ছেড়ে দেন তিনি।
সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া