ডেস্ক রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার চেচেন অঞ্চলের নেতা রমজান কাদিরভ গুরুতর অসুস্থ; কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি— শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এমন তথ্য জানান ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসোভ। তার এ তথ্যের ভিত্তিতে প্রায় সব গণমাধ্যমে কাদিরভের অসুস্থতার খবর প্রকাশ করা হয়।
তবে এমন গুঞ্জনের পর আজ রোববার দুটি ভিডিও প্রকাশ করেছেন কাদিরভ। ভিডিওগুলোর একটিতে দেখা যাচ্ছে তিনি হাসছেন। দ্বিতীয় ভিডিওতে তাকে দেখা যাচ্ছে, অন্যদের বাইরে হাঁটাহাটি এবং মুক্ত বাতাস নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।
ভিডিও দুটি প্রকাশ করা হয়েছে রমজান কাদিরভের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি একটি রেইন কোর্ট পরে অপরিচিত একটি জায়গায় হাঁটছেন। তবে তখন তার মুখ ফোলা দেখা যাচ্ছিল।
দ্বিতীয় ভিডিওতে তাকে কথা বলতে দেখা যাচ্ছে। এতে তিনি বলছেন, ‘যারা ইন্টারনেটে সত্য-মিথ্যার পার্থক্য করতে পারেন না তাদের আমি বলব বাইরে হাঁটতে যান, কিছু বিশুদ্ধ বাতাস নিন এবং সেগুলো কাজে লাগান।’
তবে এ দু’টি ভিডিও ঠিক কখন ধারণ করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত নয়।
চেচেন নেতা রমজান কাদিরভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুবই কাছের লোক। পশ্চিমা দেশগুলোতে তাকে পুতিনের ‘ফুট সোলজার’ হিসেবে ডাকা হয়। গত বছর ইউক্রেনে যখন পুতিন হামলার সিদ্ধান্ত নেন তখন নিজের চেচেন সেনাদেরও সেখানে পাঠান কাদিরভ।
তিনি গুরুতর অসুস্থ কি না? এ বিষয়টি নিশ্চিত না হলেও; সাম্প্রতিক সময়ে তাকে খুব বেশি জনসম্মুখে দেখা যাচ্ছে না। তবে গত কয়েকদিন ধরে তার যেসব ছবি প্রকাশ করা হয়েছে সেগুলোতে তার মুখ অস্বাভাবিক রকম ফোলা দেখা গেছে।
সূত্র: আল জাজিরা