ডেস্ক রিপোর্ট

২৪ আগস্ট ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ

গুরবাজের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৩০১ রানের বড় লক্ষ্য দিলো আফগানরা

আপডেট টাইম : আগস্ট ২৪, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আগের ম্যাচে সবাই মিলে করেছিলেন ৫৯। এবার ওপেনিং জুটিতেই ২২৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করালো আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানের এই জুটির পর বড় পুঁজিই পেয়েছে আফগানরা।

হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৩০০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। অর্থাৎ সিরিজ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩০১।

টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে মনে রাখার মতো সূচনা এনে দেন দুই ওপেনার গুরবাজ আর ইব্রাহিম। তাদের ২২৭ রানের জুটিটি দেশের দ্বিতীয় সেরা জুটি।

আগের জুটিটিও ছিল তাদেরই। চলতি বছরের জুলাইয়ে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ২৫৬ রানের ওপেনিং জুটি গড়েছিলেন গুরবাজ আর ইব্রাহিম।

হাম্বানটোটায় গুরবাজ-ইব্রাহিমের দুর্দান্ত জুটিটি শেষ পর্যন্ত ভাঙেন উসামা মীর। ৮০ রান করে সাজঘরে ফেরেন ইব্রাহিম।

তবে গুরবাজ সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। বল সমান ১৫১ রানের ইনিংসে ১৪টি বাউন্ডারি আর ৩টি ছক্কা হাঁকান এই ওপেনার।

এছাড়া মোহাম্মদ নবি ২৯ বলে ২৯ আর শেষদিকে নেমে অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি ১১ বলে করেন অপরাজিত ১৫ রান।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৫৮ রান খরচায় নেন ২টি উইকেট। একটি করে উইকেট নাসিম শাহ আর উসামা মীরের।

শেয়ার করুন