ডেস্ক রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সাভারে গার্মেন্টস শ্রমিকদের অবিলম্বে ন্যূনতম মজুরি ২৪হাজার টাকা নির্ধারণ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পোশাক শ্রমিকদের কষ্টের কথা তুলে ধরে অবিলম্বে ন্যূনতম ২৪ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানান।
এছাড়াও শ্রমিক নেতারা পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ নির্ধারণ, নারী ও শিশু নিরাপত্তা, শিক্ষা, ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা, আবাসন নির্মাণ, নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ ছুটি ৬ মাস আইন পাস করা, ইপিজেডকে শ্রম আইনের অন্তর্ভুক্ত এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার শ্রম আইন নিশ্চিত করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রম আদালতে দায়ের করা মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সুমাইয়া ইসলাম, যুগ্ন সম্পাদক পারভীন আক্তার, আবু কালাম, মোঃ আতিকুর রহমান সুমন, আলী আকবর খান রমজান, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন মোতালেবসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা।