ডেস্ক রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার ও নূন্যতম মজুরি ২৩০০০ টাকা ঘোষণা করার দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সমাবেশ।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার ও নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণা করার দাবিতে নিউমার্কেট মোড়ে বিকাল ৩ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক হেলাল উদ্দিন কবির।
জেলা সদস্য আহমদ জসিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ, চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, আকরাম হোসেন।
সমাবেশে বক্তারা বলেন শ্রমিকদের দীর্ঘদিনের দাবি নূন্যতম মজুরি ২৩ হাজার টাকার পরিবর্তে মালিক পক্ষ ঘোষণা করেছে ১২৫০০ টাকা। এই টাকায় একজন শ্রমিকের পরিবারের মাসের অর্ধেকও চলে না। গাজীপুরে শ্রমিকরা রাস্তায় আন্দোলন করলে সরকারের পেটোয়া বাহিনী নির্মমভাবে গুলি করে এ পর্যন্ত ৩ জন শ্রমিকদের হত্যা করছে! শত শত শ্রমিকদের আহত করা হয়েছে। এই সরকার শ্রমিকদের হত্যা করে রক্তচোষা মালিকদের পক্ষ নিয়েছে। একদিকে দ্রব্যমূল্যের উর্ধগতিতে শ্রমিক সহ সাধারণ জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছে, অপরদিকে মালিক পক্ষ সরকারের আশ্রয় প্রশ্রয়ে শ্রমিকদের আন্দোলন কে নির্মমভাবে দমন করছে! হামলা মামলা করে শ্রমিকদের এ আন্দোলন কে ঠেকানো যাবেনা। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিক হত্যার বিচারসহ শ্রমিকদের উপর পুলিশের হামলা, নির্যাতন, মামলা বন্ধ করে ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করা ও গণতান্ত্রিক শ্রম আইন এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার দাবি জানান।