ডেস্ক রিপোর্ট

৮ নভেম্বর ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ

গাজার প্রাণকেন্দ্রে হামাস-ইসরায়েলি সেনাদের লড়াই চলছে

আপডেট টাইম : নভেম্বর ৮, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজার প্রাণকেন্দ্রে সেনাদের লড়াই চলছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের সাউদার্ন আর্মি কমান্ডার ইয়ারোন ফিঙ্কেলম্যান মঙ্গলবার (৭ নভেম্বর) এমন তথ্য জানিয়েছেন। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ‘গাজার প্রাণকেন্দ্রে লড়াই চলছে।’

সেনাবাহিনীর এ কমান্ডার আরও বলেছেন, ‘এটি জটিল এবং কঠিন যুদ্ধ। দুর্ভাগ্যবশত এ যুদ্ধে মূল্যও দিতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের মিশন শেষ না হচ্ছে ততক্ষণ সেনারা থামবে না।’

‘আমাদের অভিযান হামাসের কর্মকাণ্ডের মূলের ক্ষতি করছে। আমরা হামাসের কয়েক ডজন কমান্ডারকে হত্যা করেছি। অনেক সুড়ঙ্গ উন্মুক্ত করেছি এবং আমরা শত্রুদের ওপর প্রচণ্ড শক্তি দিয়ে হামলা চালাচ্ছি।’ যোগ করেন ইয়ারোন।

ইসরায়েল জানিয়েছে, তাদের সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ গাজা সিটিকে ঘিরে ধরেছে এছাড়া গাজা উপত্যকার উপকূলীয় এলাকগুলোতে পৌঁছে গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালানোর পর গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের এসব বিমান হামলায় অনেক মানুষ নিহত হয়েছেন। যার বেশিরভাগই বেসামরিক সাধারণ মানুষ।

আর বেসামরিকরা ক্ষয়ক্ষতির শিকার হওয়ায়; হামলা থামাতে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। কিন্তু তা সত্ত্বেও দখলদার ইসরায়েল বর্বরোচিত বিমান হামলা চালিয়েই যাচ্ছে।

ইসরায়েল দাবি করছে, তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে তাদের হামলায় সাধারণ মানুষের ঘর-বাড়িই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন