ডেস্ক রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতকরণ, তেলের দাম কমানো, বাস-লঞ্চের ভাড়া কমানোর দাবিতে আজ বুধবার পল্টন মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈ এর
সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক রোখসানা আফরোজ আশা।
সমাবেশ বক্তারা সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, ‘এমনিতেই করোনা মহামারীতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপর্যস্ত, অর্থনৈতিক সংকটে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে শিক্ষাজীবন থেকে, তদুপরি বিভিন্ন জায়গায় বাস ভাড়া নিয়ে শিক্ষার্থীদেরকে হেনস্তা করার মতো ঘটনা অনভিপ্রেত।
নেতৃবৃন্দ বলেন, ‘এ ধরণের নানান ঘটনার প্রেক্ষিতে ছাত্র-শ্রমিককে মুখোমুখি দাড় করিয়ে দেয়ার অপচেষ্টাও করা হচ্ছে। অথচ এর জন্য দায়ী বাস মালিকদের মুনাফালিপ্সু মানসিকতা ও মালিক শ্রেণির স্বার্থ রক্ষাকারী আওয়ামী লীগ সরকারের উদাসীনতা।’
সমাবেশ থেকে অবিলম্বে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতকরণে প্রজ্ঞাপন জারি ও মনিটরিং-এ কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়। এছাড়াও বক্তারা সম্প্রতি তেলের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ‘দীর্ঘ সময় ধরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছে। তার মধ্যে ডিজেল এর দাম বাড়ানোয় সেগুলোর দাম আরও বেড়ে গেছে। বেড়ে গেছে বাস লঞ্চের ভাড়া। একদিকে তেলের দাম বাড়ানো হচ্ছে অন্যদিকে বাস-লঞ্চের ভাড়া বাড়িয়ে তেলের বাড়তি দামের বোঝাও চাপানো হচ্ছে জনগণের উপর। জনগণের জীবনমানের অবস্থার কোন রুপ বিবেচনা ব্যাতিরেকে একের পর এক এধরনের গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।’
সমাবেশ থেকে অবিলম্বে তেলের দাম কমানো, বর্ধিত বাস-লঞ্চের ভাড়া কমানোর দাবি জানানো হয় এবং এই সকল দাবিতে শিক্ষার্থী-জনগণকে সংগঠিত হয়ে আন্দোলন পরিচালনা করবার আহবান জানানো হয়।