ডেস্ক রিপোর্ট

১৯ নভেম্বর ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ

খুলনায় বাসদ নেতা জনার্দন দত্ত নান্টুসহ গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি

আপডেট টাইম : নভেম্বর ১৯, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৯ নভেম্বর ২০২৩ সংবাদপত্রে প্রকাশার্থে দেয়া এক বিবৃতিতে বাসদ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও খুলনা জেলা বাসদ আহ্বায়ক কমরেড জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা কমিটির সভাপতি যুবনেতা ধীমান বিশ্বাস ও কোষাধ্যক্ষ যুবনেতা ভবেশ মন্ডলকে আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, জনমতকে উপেক্ষা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত একতরফা নির্বাচনী তফসিল বাতিল, বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনের নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ খুলনা জেলা বাম জোটের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে পুলিশ বাসদ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও খুলনা জেলা বাসদ আহ্বায়ক কমরেড জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা কমিটির সভাপতি যুবনেতা ধীমান বিশ্বাস ও কোষাধ্যক্ষ যুবনেতা ভবেশ মন্ডলকে আটক করে।

বিবৃতিতে তিনি অবিলম্বে ঘোষিত একতরফা তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করার জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সাথে অবিলম্বে আটক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

শেয়ার করুন